নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর তিনজন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁদের হাতে ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

এসময় সম্মাননা গ্রহণ করেন মহিলা বীর মুক্তিযোদ্ধা শাহাদাত আরা বেগম ও রহিম বেগম। শারীরিক ভাবে অসুস্থ থাকায় প্রতিনিধির মাধ্যমে ক্রেস্ট গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা কাওসার বেগম।

ফেনীর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরীন আক্তারের সঞ্চালনায় ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।

সম্মাননা গ্রহণকারী রহিমা বেগম জানান, ২০১৭ সালে তাঁরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন। এর পূর্বে অনেক দেন-দরবার করলেও কেউ এগিয়ে আসেনি। তাই বহুবছর সুবিধা বঞ্চিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকার একটি ঘর নির্ণান করে দিচ্ছেন বলে তিনি খুব খুশি।

বীর মুক্তিযোদ্ধা শাহাদাত আরা বেগম বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে যতটুকু সম্মান পাওয়ার তা পাচ্ছি।

বীর মুক্তিযোদ্ধা কাওসার বেগম অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া সরকারি সব সুযোগ সুবিধা পেলেও তাদেরকে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে বীর মুক্তিযোদ্ধা হিসেবে দাওয়াত দেওয়া হয় না।

ফেনীর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরীন আক্তার বলেন, ঢাকাসহ সারা দেশে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একযোগে অনুষ্ঠিত হয়।

(এনকে/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২২)