নূরুল আমিন খোকন, ফেনী :ফেনীতে ট্রেন ও পিকআপের সংঘর্ষে আবদুল হালিম নামের এক চালক নিহত হয়েছে।গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের সময় ফেনীর বারাহীপুর রেল ক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত পিকআপ চালক কুমিল্লার কোতোয়ালি থানার আলেখাচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।

ফেনীস্থ জিআরপি পুলিশের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, রাত ২টা ৫৫ মিনিটের সময় বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করার সময় পিকাআপের সাথে চট্টগ্রামমুখি মহানগর এক্সপ্রেসের ধাক্কা লাগে, এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।
তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় পিকআপ চালক আবদুল হালিমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকার দায়িত্বে থাকা গেটম্যান জীবন আলী জানান, রেল আসার আগেই গেইট বন্ধ করা হয়েছে। কিন্তু পিকআপটি দ্রুতগতিতে এসে প্রতিবন্ধকতা ভেঙ্গে রেললাইনের উপর উঠে যায়। এতে করে পিকআপটিতে ট্রেনের সজোরে ধাক্কা লেগে তা দুমড়ে মুচড়ে যায়।

(এনকে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২২)