রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) শিবগঞ্জ উপজেলা শাখা।

সোমবার সকালে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সংস্থার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ল্যান্স কর্পোরাল মো. আনোয়ার হোসেন (অব.) এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্যে রাখেন, বেসওয়া শিবগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার মো. লুৎফর রহমান (অব.), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ফরিদ উদ্দিন (অব.), সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোখলেছুর রহমান (অব.), সাংগঠনিক সম্পাদক ওয়ারেন্ট অফিসার মো. আশরাফুল আলম (অব.)।

এসময় উপস্থিত ছিলেন বেসওয়া শিবগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল মো. আব্দুল করিম (অব.) ও সার্জেন্ট মোত্তালেব হোসেন (অব.), আইটি বিষয়ক উপদেষ্টা আবু হান্নান, তথ্য ও প্রচার বিষয়ক উপদেষ্টা মো. রবিউল ইসলাম প্রমুখ।

(আরআইআর/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২২)