পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ (বি পি) সরকারি উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষ্যে প্রথাগত আয়োজন একুশের ভোর বিহানের প্রভাত ফেরি'র পাশাপাশি রচনা, অংকন ও আলোচনা সভার আয়োজন করা হয়।প্রতিষ্ঠান প্রধান মো. জোবায়ের ইসলাম প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতারণ করেন।

'একুশের প্রভাত ফেরি' শিরোনামের রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে 'ক' বিভাগে অষ্টম শ্রেণি'র মো.আবরার শাহরিয়ার, দ্বিতীয় সপ্তম শ্রেণি'র মো.ইবতে সাম হাদি অনিক এবং তৃতীয় স্থান অধিকার করেছে সপ্তম শ্রেণি'র মো.সাকিব আল হাসান।'খ বিভাগে 'একুশে'র শহীদ মিনা'র শিরোনামে রচনা প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম হয়েছে দশম শ্রেণি'র মো.মিজানুর রহমান ও নবম শ্রেণি'র মো.আবু তারেক।অংকন প্রতিযোগিতায় উভয়গ্রুপে প্রথমস্থান অধিকার করেছে অষ্টম শ্রেণি'র মো.রিয়াদুল হাসান রিয়াদ।

(এআর/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২২)