লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় একজন পঙ্গু ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩ টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজার সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের নিচতলার মেঝে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু শিকদার (৩৫) উপজেলার নোয়াগ্রাম  ইউনিয়নের  শুলটিয়া গ্রামের আজিবর শিকদারের ছেলে। সে বিবাহিত এবং তার দু’সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবু শিকদার গত ১০/১২ দিন পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার রাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের নিচতলার মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বুধবার রাতেই লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

এদিকে বুধবার দুপুর ১২ টার দিকে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তি পঙ্গু, বেশ কয়েক বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় তার একটি পা হারায়। সে কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে গলায় একটি দাগ রয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২২)