নূরুল আমিন খোকন, ফেনী : ফেনী পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ ১ বছর পূর্তি উপলক্ষে পরামর্শমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ মার্চ) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ফেনীর পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী তার পরিষদের দায়িত্বকালীন সময়ের উল্লেখযোগ্য উন্নয়ন উপস্থিত সাংবাদিকদের কাছে কাছে তুলে ধরেন এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন।

এ সময় মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ লাগবে ড্রেন, উঁচু রাস্তা নির্মাণ, স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পাকা রাস্তা সংস্কার এবং নির্মাণ করা, পৌর শহরে মানসম্পন্ন দৃষ্টিনন্দন ভাস্কর্য তৈরী সহ শহরের ব্যবসায়ী ও নাগরিকের নিরাপত্তার স্বার্থে অচল সিসি ক্যামেরা সচল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা, পরিস্কার-পরিচ্ছন্নতার স্বার্থে শহরের বিভিন্ন পয়েন্টে মোবাইল ডাস্টবিন স্থাপন এবং রাতের আধারে ময়লা সরানো, দখল হওয়া মরা খাল গুলো উদ্ধার ও খননের উদ্যোগ নেয়া, যানজট নিরসনে শহরের অবৈধ সিএনজি উচ্ছেদ ও স্ট্যান্ড স্থাপন, অসুস্থ রোগীর স্বার্থে অক্সিজেন, এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থাকরণ সহ অসংখ্য সেবামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।

সভায় পৌর মেয়র ম্বপন মিয়াজী জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় পৌরবাসীর সহযোগিতা কামনা করে ভবিষ্যত পরিকল্পনার উল্লেখ করে মেয়র স্বপন মিয়াজী বলেন, আগামীতে আরো নতুন নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এরমধ্যে শহর যানজট, ড্রেন-ফুটপাত মুক্তকরন, বহুতল ভবন নির্মাণে ভবন কোড মানতে বাধ্য করা, শহরের বিভিন্ন প্রান্তে মুর‌্যাল নির্মাণ, খেলার মাঠ সংস্কার, রাস্তা প্রশস্তকরণসহ বসবাসযোগ্য পৌরশহর বিনির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

(এনকে/এসপি/মার্চ ০১, ২০২২)