রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর একটি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে অশ্লীল নৃত্য। এ ঘটনায় পৌরসভার এক কর্মচারীকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, স্বাধীরতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভা প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ৮নং ওয়ার্ডে অনুষ্ঠানের আয়োজন করা হয় বকশীগঞ্জ বাস টার্মিনালে। এতে একজন মহিলা শিল্পী আপত্তিকর ও অশ্লীল নাচ পরিবেশন করেন। দর্শকদের অনেকেই সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করেন। তখনই সমালোচনার ঝড় উঠলে প্রশাসন ও পৌর মেয়রের নির্দেশে অনুষ্ঠান বন্ধ করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, অনুমতি ছাড়াই বকশীগঞ্জ পৌরসভার লাাইসেন্স পরিদর্শক মিজানুর রহমানের উপস্থিতিতে একজন মহিলা শিল্পী মঞ্চে অশ্লীল নাচ পরিবেশন করেন। এ ঘটনায় রাতেই তাকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত বকশীগঞ্জ পৌরসভার লাাইসেন্স পরিদর্শক মিজানুর রহমান জানান, আমাকে না জানিয়েই জনৈক মহিলা শিল্পী মঞ্চে উঠে অশ্লীল ও আপত্তিকর নাচ পরিবেশন করেছেন। এটা আমার দৃষ্টিগোচরে হলে নাচ পরিবেশন বন্ধ করে দেয়া হয়েছে।

(আরআর/এসপি/মার্চ ০২, ২০২২)