আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার সকাল সাড়ে ১০ টায় সুনামধন্য পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারী ও দৌশিয়া গ্রামের নুর ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (কুয়াশা)র অপসারণ চেয়ে স্কুলের সামনে মানববন্ধন করেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক গণ।

তাদের দাবি ওই স্কুলের এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবত প্রেম ঘটিত সম্পর্ক গড়ে তোলেন তৌহিদুল। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে নিয়মিত শারিরীক সম্পর্কও স্হাপন করেন।

নারী লোভী যৌতুক লোভী ওই শিক্ষক ভুক্তভোগী ওই ছাত্রীকে বিয়ে না করে অন্যত্র বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন তৌহিদুল ও তার পরিবার। এখবর পেয়ে ওই ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে গিয়ে ৩ দিন ধরে অনশন শুরু করেন। এসময় তৌহিদুলের পরিবারের লোকজন ঐ ছাত্রীকে নির্যাতন করেন।

এসময় সহপাঠীরা এগিয়ে আসলে তাদেরকেও অনেক নির্যাতন মারধোর করা হয় বলে জানান স্কুলের শিক্ষার্থীরা।

পরিশেষে নিরুপাই হয়ে বিচারের দাবিতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ ও মানববন্ধনে কর্মসূচি ঘোষণা করে ইউএনও বরাবরে সকল ছাত্র ছাত্রীর পক্ষে লিখিত অভিযোগ সহ গণ সাক্ষর প্রদান করেন কয়েক জন ছাত্রছাত্রী।

এর আগে পাইলট স্কুলের দক্ষিণ গেটের সামনে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিশিল নিয়ে রাজবাড়ী জয়কালী বাজার দিয়ে পৌর শহরের প্রধান সড়ক হয়ে আবার উপজেলা গেটের সামনে অবস্থান গ্রহণ করেন এবং বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তৌহিদুলের অপসারণ চান এবং ছাত্রীরা বলেন আমরা মেয়েরা নিজেরাও সেই শিক্ষকের হাত থেকে নিরাপদ নয় তাই যত তারারাড়ি সম্ভব তাকে অপসারণ করে আমাদের যেন স্কুল কমিটি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন।

সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির এমন একটি ন্যাক্কারজনক ঘটনা জানতে পেরে শিক্ষার্থীদের অবিভাবক রা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। অনেক শিক্ষার্থীর অভিভাবক গণ বলেন এমন শিক্ষক সেই স্কুলে থাকলে আমরা সব সময় দুশ্চিন্তায় ভুগবো আমাদের সন্তানদের নিয়ে। তাই এমন লম্পট শিক্ষক কে চিরতরে বহিষ্কার না করলে আমারাও আমাদের সন্তানদের সেই প্রতিষ্ঠানে পাঠাবো না।

অভিযুক্ত তৌহিদুলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও কোন দাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বিষয় টি আমি আগে জানতাম না এখন যেনেছি এবং শুনেছি এখন এটির যথাযথ ব্যবস্থা গ্রহন করব।

এবিষয়ে আরো রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের কাছে জানতে চাইলে তিনি জানান একটি অভিযোগ হাতে পেয়েছি বিষয় টি তদন্ত সাপেক্ষে ক্ষতিয়ে দেখা হবে।

(আই/এসপি/মার্চ ০৫, ২০২২)