কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে তাঁরই নির্দেশিত পথে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে, টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তৃণমূলে সংগঠনকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী থাকতে হবে। বুধবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে গেলেও পরাজিত অপশক্তি বসে নেই। তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকল অপচেষ্টাকে সম্মিলিতভাবে রুখে দিতে আওয়ামী লীগ ও সকল সহযোগি-ভ্রাতৃপ্রতীম সংগঠনকে নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাজনগর ইউনিয়ন আ'লীগের সভাপতি ফারুখ হোসেন দাদন মীর বহরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবর রহমান মেলকারের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আ'লীগের আইন সম্পাদক ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা আ'লীগের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু ও রাজনগর ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর প্রমুখ।

এর আগে সকাল দশটায় পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩ শত ১৯ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে পদ্মা নদীর নড়িয়া পয়েন্ট থেকে মাদারীপুরের আঁড়িয়াল খাঁ নদ পর্যন্ত ৩১ কিমি নদীর ১৫টি ভাঙ্গন কবলিত স্থানের ১২ কিমি ব্যাপী সিমেন্টের ব্লক ও জিও ব্যাগ দিয়ে প্রাচীন এ নদীটির দু'তীর রক্ষা করা হচ্ছে। আগামী ২০২৪ সালের জুন মাসের মধ্য প্রকল্পের কাজ শেষ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(কেএনআই/এএস/মার্চ ০৯, ২০২২)