অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে কিশোর হুসাইন হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামী হাবিবুর রহমান জিহাদী ও তার ভাই মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল ঝিনাইদহ শহরের আদর্শপাড়া থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে ধর্মসভা শুনতে যায় পৌর এলাকার ইসলাম পাড়ার কিশোর হুসাইন ও তার দুই বন্ধু ফিরোজ এবং জুলফিক্কার। সভা এলাকায় গুরে বেড়ানোর সময় হুসাইনের সঙ্গে সামান্য ধাক্কা লাগে জিহাদীর। এ ঘটনা নিয়ে সামান্য তর্ক বিতর্কের এক পর্যায়ে জিহাদী তার কিশোর গ্যাংয়ের সদস্যদের ডেকে এনে এলোপাথাড়ী ছুরিকাঘাত করে তিন বন্ধুকে। আহত অবস্থায় হুসাইন, ফিরোজ ও জুলফিক্কারকে হাসপাতালে ভর্তি করা হলে ঘটনার দিন রাত ১১টার দিকে হুসাইন মারা যায়। এ ঘটনায় হুসাইনের পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে ৪ মার্চ ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামী জিহাদীসহ সবাই পলাতক ছিল। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে ছায়া তদন্ত শুরু করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

(একে/এসপি/মার্চ ১০, ২০২২)