অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : বাজারে সয়াবিন তেলের সঙ্কটের মাঝে অবৈধ মজুদের দায়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা বাজারে দুই মজুদারকে পাঁচ হাজার (৫০০০) লিটার তেল মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯৫ হাজার টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা বাজারে জিন্দার স্টোর ও বিধান স্টোরের কবুতর ফার্মে একাধিক ড্রামে অবৈধভাবে ভৌজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির দায়ে রামনগর বটতলা গ্রামের মন্টু মন্ডলেরের ছেলে জিন্দার আলীকে ৫০ হাজার এবং জোড়াদহ গ্রামের স্মরজীৎ সাহার পুত্র বিধান সাহাকে একই অপরাধে ৪৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় উভয়ের জরিমানার অর্থ যথাযথভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিণ্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল, হরিণাকুণ্ডু কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও ছিল, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রামনগর বটলতা বাজারের ২টি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। সময় আরও বেশ কিছু দোকানী দোকান বন্ধ করে পালিয়ে যায়। তারা ভৌজ্যতেল অবৈধভাবে মজুদ করে রেখেছিল।অভিযানকালে তারা আদালতের কাছে অপরাধ স্বীকার করায়, ভ্রাম্যমান আদালতে কৃষি পণ্য বিপণন আইন ২০১৮ এর ১৯(ড) ধারায়, ৪৪ ও ৪৫ নাং মামলার বিপরীতে তাদের দুজনকে সর্বমোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলার বিভিন্ন বাজারে অবৈধভাবে ভৌজতেল মজুদের খবর পেয়েছি। অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে এভাবেই অভিযান অব্যাহত থাকবে ভোক্তাদের অধিকার নিশ্চিতে।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির সুদীপ অধিকারী। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে এএসআই আমিরুলের এর নেতৃত্বে থানা পুলিশ সহযোগিতা করে।

(একে/এসপি/মার্চ ১১, ২০২২)