এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ শনিবার (১২ মার্চ) জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুব সংগঠন 'জাতীয় যুব জোট' কেন্দ্রীয় কমিটি নির্ধারিত প্রতিবাদী কর্মসূচি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে দুপুর বারোটায় জাতীয় যুব জোট বগুড়া জেলা শাখার অায়োজনে শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক সাতমাথায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুব জোট বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ ওবায়দুল হক। কর্মসূচি পরিচালনায় ছিলেন সদর জাসদের সভাপতি হারুনর রশিদ।

সভায় বক্তব্য রাখেন, জাসদ বগুড়া জেলা শাখার সভাপতি রেজাউল করিম তানসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ইমদাদুল হক ইমদাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাসদ নেতা হেলাল উদ্দিন আংগুর, হাকিম বেগ, জীবন কৃষ্ণ যাদব, সিদ্দিকুল আলম মামুন, শহর জাসদ সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান তুহিন, শহিদুল আলম শামীম, আদমদীঘী জাসদ সাধারণ সম্পাদক নুরুল হুদা প্রিন্স, যুব জোটের সহ-সভাপতি জাফর হোসেন জাফরি, প্রচার সম্পাদক আতিকুর রহমান তুষার, রেজাউল হক খান তুহিন, ছাত্রলীগ নেতা রায়হান, কামরুজ্জামান সম্পদ, আতিকুর, রুম্মন, শ্রমিক জোটের সভাপতি মকবুল হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি জহুরুল ইসলাম, শ্রমিক নেতা আশরাফ আলী, রঞ্জিত, কামরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে, অবিলম্বে ২ কোটি পরিবারকে রেশনিং-এর আওতায় নিয়ে আসা এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থাগ্রহণের মাধ্যমে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিরসন করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় নিয়ে আসার জোর দাবি জানান। বিক্ষোভ মিছিল বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(এটিআর/এসপি/মার্চ ১২, ২০২২)