অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে জলিলপুর বাজার থেকে তাদের আটক করে পুলিশ। আটক ডাকাত সদস্যদের বাড়ি খুলনার বিভিন্ন উপজেলায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জলিলপুর বাজারের দক্ষিণ পাশে আমিনুর রহমানের হার্ডওয়ায়ের দোকানে ৮-৯ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় পাহারাদারদের সহযোগিতায় ধাওয়া করে ৬ ডাকাতকে আটক করে পুলিশ।

এছাড়া আরো কয়েকজন ডাকাত পালিয়ে যায়। এদের মধ্যে ব্রীজ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টাকালে মুন্না নামের ডাকাত দলের একজন সদস্য পা ভেঙে আহত হয়। আহত ডাকাত সদস্যকে পুলিশি পাহারায় মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ডাকাত দলের কাছ থেকে পুলিশ তালা কাটার সরঞ্জাম, লোহার গ্যাসটোনসহ ডাকাতি করার নানাবিধ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাকাতির মালামাল পরিবহনের জন্য বরিশাল-ড-১১-০০৭৬ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(একে/এএস/মার্চ ১৪, ২০২২)