ওহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পাঠদানে ফিরেছে কোমলমতি শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে প্রাক-প্রাথমিকের ক্ষুদে এই শিক্ষার্থীরা স্ব-শরীরে ক্লাসে অংশ নেয়। স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে আসতে পেরে খুশি তারা। বন্ধুদের পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মাঠে খেলাধুলাও মগ্ন থাকে তারা। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মনেও ছিল স্বস্তি¡র নিঃশ্বাস।

এদিকে শিক্ষকরা জানান, সরকারি নির্দেশনা মেনে প্রাক-প্রাথমিকের পাঠদান সকাল সোয়া ৯টা থেকে ১২টা পর্যন্ত ও প্রাথমিকের পাঠদান সোয়া ১২টা থেকে সোয়া ৪টা পর্যন্ত নেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ৫টি উপজেলায় ৭২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার। যার মধ্যে ৩০ হাজার প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। মোট শিক্ষকের সংখ্যা ৩ হাজার ৯শ’। প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের ক্লাসে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীর বেশি উপস্থিত ছিল বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

মাদারীপুর পুলিশ লাইনস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বাচ্চু জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সপ্তাহে রবিবার ও মঙ্গলবার এই দুইদিন প্রাক-প্রাথমিকের ক্লাস নেয়া হচ্ছে। এছাড়া প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন ক্লাস নেয়া হচ্ছে।

মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানান, সরকারি নির্দেশনা মেনে জেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেয়া হচ্ছে।

(ওকে/এসপি/মার্চ ১৫, ২০২২)