কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় আসলামুল জেলিন (১৭) নামের এক কলেজছাত্র খুনের ঘটনায় প্রধান আসামি তুষার আহমেদ ও  তার ভাই নিশান আহমেদকে আটক করেছে কুষ্টিয়া র‌্যাব-১২।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তাদের আটক করা হয়।
আটককৃত তুষার আহমেদ ও নিশান আহমেদ শহরের আমলাপাড়া এলাকার ফরিদ করিমের ছেলে।
র‌্যাব-১২ এর ক্যাপ্টেন আলী হায়দার চৌধুরী সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টায় র‌্যাবের আভিযানিক একটি দল কুষ্টিয়া শহরের মজমপুর বিআরটিসি কাউন্টার থেকে তাদের আটক করে।
পরে আটককৃত তুষার আহমেদের স্বীকারোক্তিতে কুষ্টিয়া শহরের এনএস রোডের ফজলে করিম সুপার মার্কেটের ৪র্থ তলার ছাদ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। তারা দুজনে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানায় র‌্যাব।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর একটায় শহরের বাবর আলী গেটে বন্ধুর ছুরিকাঘাতে খুন হন কলেজ ছাত্র আসলামুল জেলিন।


( কেএইচ /এসসি/সেপ্টেম্বর ২৪,২০১৪)