ওহিদুজ্জামান কাজল, মাদারীপুর : বুধবার সন্ধা ৭টার দিকে শহরের শকুনী লেকের পাড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন গ্রামীণ ব্যাংক শরীয়তপুর জেলার ডোমসার শাখার ম্যানেজার মনিরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী ব্যাংকের সেকেন্ড অফিসার ফারজানা ইসলাম। তারা কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় ও তার স্ত্রীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার গ্রামীণ ব্যাংক শরীয়তপুর জেলার ডোমসার শাখার ম্যানেজার মনিরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী ব্যাংকের সেকেন্ড অফিসার ফারজানা ইসলাম (২৮) মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিলেন। সন্ধা ৭টার দিকে শহরের শকুনী লেকের পাড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌছালে পেছন থেকে একটি ট্রাক (সিলেট ড ১১-২২১৮) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ফারজানা ইসলাম মারা যান। স্থানীয় তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মনিরুল ইসলামসহ দু‘জনকেই মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, পতালক চালককে ধরতে অভিযান চলছে।

(ওকে/এএস/মার্চ ১৭, ২০২২)