জাহেদ সরওয়ার, কক্সবাজার : আদালতের পরোয়ানা তামিল (গ্রেপ্তার) আসামিকে পুলিশ যেখানে হন্য হয়ে খুঁজে বেড়ায়। সেখানে খোদ নিজের জন্মদিনে পরোয়ানাভুক্ত আসামিকে পাশে রেখে নিজের জন্মদিন পালন করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি। সেই ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। গত ২ মার্চ ওসির জন্মদিনে এমন কাণ্ডের পর ১৫ দিনের মাথায় থানার ওসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে তাকে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে তাকে প্রত্যাহার করে কক্সাবাজার পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দিয়েছেন পুলিশ সুপার।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিধিভঙ্গ করায় ওসি ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে। সেকারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা।’

জানা গেছে, চার মাস আগে চকরিয়ার থানার ওসি হিসেবে যোগ দেন ওসমান গণি। গত ২ মার্চ তার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রুবেল নামে হত্যাচেষ্টা মামলার এক পলাতক আসামি তাকে ফুলেল সংবর্ধনা ও মিষ্টিমুখ শেষে কেক কাটেন । এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

(জেএস/এসপি/মার্চ ১৭, ২০২২)