কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাসহ জনসাধরণের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা প্রাঙ্গনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের গল্প শোনালেন বীরমুক্তিযোদ্ধারা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বাশির উদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডা. মোঃ ছিদ্দিক হোসাইন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (আবিরাজ), জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কার্যকরী সদস্য বীরমুক্তিযোদ্ধা এ.বি. ছিদ্দিক, কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া ও বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাদশা।

পরে ডা. আবদুল মান্নান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শামছুজ্জামান সেলিমের নির্দেশনায় শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।

(ডিডি/এসপি/মার্চ ২০, ২০২২)