নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর সোনাগাজী বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ সওদাগরের দোকান ও ২ টি গোডাউন থেকে ৫৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। ভোজ্য মজুদ রাখার দায়ে ওই ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সোনাগাজী পৌর শহরের পশ্চিম বাজারে আজিজ সওদাগরের দোকান ও ২ টি গোডাউনে ৫৩০০ লিটার ভোজ্য তেল মজুদ রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ সওদাগরের নিকট থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক। সেইসাথে আগামী সাত দিনের মধ্যে সকল ভোজ্য তেল খুচরা বাজারে সরকার নির্ধারিত মূল্যে সরবরাহের জন্য নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

(এনকে/এসপি/মার্চ ২২, ২০২২)