কুড়িগ্রাম প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে কঠোর গোপনীয়তার মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ১৮১ ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ আদালতে বাংলাদেশী কিশোরী ফেলানী হত্যার পুনর্বিচার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে এ দিনের কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

তিনি আরো জানান, ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা আবু হানিফ, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোফাজ্জল হোসেন আকন্দকে ওই আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। আদালতের নির্দেশ পেলেই তাদের ভারতে পাঠান হবে।

১৮১ ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ আদালতে ২২ সেপ্টেম্বর থেকে চাঞ্চল্যকর ওই হত্যা মামলার পুনর্বিচার শুরু হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ আগস্ট ফেলানী হত্যার বিচার কার্যক্রম শুরু হয়। বিশেষ আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন ফেলানীর বাবা ও মামা। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বিশেষ আদালত অমিয় ঘোষককে বেকসুর খালাস দেয়।


(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০১৪)