নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের হাতে স্মারকলিপি দেন দলটির জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, সদস্য সাইফুর রহমান রতন, এডভোকেট পার্থপাল চৌধুরী, ফেনী পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক তপন কর।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বর্তমান বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়ে গেছে উল্লেখ করার পাশাপাশি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের দাম বাড়ানোর কথা জানান। দ্রুত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি নেতৃবৃন্দ।

(এনকে/এসপি/মার্চ ২৩, ২০২২)