পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে আরাবী(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাতেমপুর ছলিয়াতলা গ্রামের হারুন ফকির এর বসত ঘরের পিছনে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আরাবী বরগুনা সদর বালিয়াতলী ইউনিয়নের মোঃ নজরুল ইসলাম এর মেয়ে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আরাবী মায়ের সাথে পাথরঘাটার ছলিয়াতলা গ্রামের হারুন ফকির (নানা) বাড়িতে বেড়াতে আসে। দুপুরে আরাবীকে কোথাও দেখতে না পেয়ে সবাই খোজখুজি করে না পেলে বাড়ির পিছনের পুকুরে আরাবী'কে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং আরাবির নানা হারুন পানি থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরাবীকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে মৃত আরাবীর বাবাকে খবর দিলে সে বরগুনা থেকে পাথরঘাটা হাসপাতালে এসে লাশ থানায় নিয়ে আসে।

রোববার সন্ধ্যার দিকে সাজিম বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে রাত সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় সাজিমকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো: আবুল বাশার বলেন ,বাচ্চাটির বাবার অভিযোগের প্রেক্ষিতে আমরা শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

(এটি/এসপি/মার্চ ২৩, ২০২২)