স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে। মাশরাফি বিন মর্তুজা যে দলের নেতৃত্বে রয়েছেন। তিনি এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। বিয়ের কারনে দলের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম জাতীয় দল থেকে সাময়িক ছুটি নিয়েছেন। তাইতো সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার হাতে দেয়া হয়েছে স্বর্ন জয়ের চাবি। গত এশিয়ান গেমস চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য পদক ধরে রাখা।

গেমস উপলক্ষ্যে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে মাশরাফিকে। সেখানে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি ‘অধিনায়ক’ ইস্যুতেই বেশি কথা বলতে হয়েছে তাকে।

আগেও অধিনায়ক ছিলেন; ইনজুরি কারনে মাঝে অধিনায়কত্ব ছেড়ে দিতে হয়েছিল। অধিনায়কের পদ ফিরে পাওয়ার বিষয়টি চিন্তায় ছিল কিনা? এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘এটাতো আসলে ভেবেচিন্তে আসে না কিংবা হয় না। যেহেতু দায়িত্বটা দেওয়া হয়েছে, অবশ্যই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো। পুরো দলটা যেন পারফর্ম করে তা নিশ্চিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ।’

বোর্ড পরিকল্পনা করছিল যে ৩ ফরম্যাটের অধিনায়ক হিসেবে ৩ জনকে দায়িত্ব দেওয়া হবে; এটার ফলশ্রুতিতে আপনি অধিনায়ক হয়েছেন বিষয়টি কী এমন? মাশারাফি বলেছেন, ‘আমার মনে হয় এই প্রশ্নটা বোর্ডকে করলেই বেশি ভাল হয়। আমার কাছে আসলে এই ব্যাপারে কোন তথ্য নেই, আমি বলতেও পারব না। শুধু জানি যে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি এটাই ফোকাস করছি। এটা নিয়েই চেষ্টা করব।’

স্বর্ণ জয় নাকি হারের বৃত্ত ভেঙ্গে ভাল অবস্থায় যাওয়া, কোন চ্যালেঞ্জাটা বেশি কাজ করছে? উত্তরে মাশরাফি বলেছেন, ‘টার্গেট তো অবশ্যই স্বর্ণ জয় করা। আগের বারও আমরা স্বর্ণ জিতেছিলাম। অবশ্যই এবারও একই টার্গেট আমাদের। যদি পুরো পারফরম্যান্সের কথা বলেন, তাহলে বলব এখানে যদি আমরা চ্যাম্পিয়ন হই, যদি স্বর্ণপদক জিততে পারি তাহলে এটা দেশের জন্য ভাল একটি বিষয় হবে। আর আলাদা ভাবে বলব এটা একটা ভাল সুযোগ আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য; এখান থেকে কিছু আত্মবিশ্বাস নিয়ে আসা। জিতলে আমার মনে হয় কিছুটা হলেও খারাপ সময় থেকে বের হয়ে আসব আমরা।’

সাকিব ফিরেছন, মুশফিক নেই; এশিয়ান গেমসের দলটি কেমন হয়েছে বলে মনে করছেন? মাশারাফি বলেছেন, ‘এদের দু’জনই খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অবশ্যই মুশফিক থাকলে অনেক ভাল হত। অনেক মিস করব। আর সাকিবের মতো খেলোয়াড় দলের বাইরে থাকবে, এটা তো আমরা কখনোই চাই না। আমি বলব যে বাংলাদেশের পুরো ক্রিকেটের জন্যই ভাল সংবাদ হচ্ছে, সাকিব ফিরে এসেছে। সে আগে যেভাবে ছিল ফেরার পর সেভাবে আবার শুরু করবে, ইনশাল্লাহ। প্রত্যেকটা ম্যাচ খেলবে ইনশাল্লাহ।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৫, ২০১৪)