স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১৭তম এশিয়ান গেমস শেষ পর্যন্ত বিতর্কের উর্দ্ধে থাকতে পারলো না। ক্ষত সৃষ্টি হয়েছে ইনচন এশিয়ান গেমসেও। ডোপিং কেলেঙ্কারির পর মুসলিম প্রমিলা ক্রীড়াবিদদের হিজাব পড়া নিয়েও বিতর্ক সৃষ্টি হলো এবারের এশিয়ান গেমসে।

হিজাব পড়ার কারণে এশিয়ান গেমস থেকে বাদ পড়লো কাতারের মহিলা বাস্কেটবল দল।

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটির এক কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (এফআইবিএ) নিয়ম অনুযায়ী নিরাপত্তার খাতিরে কোনো প্রতিযোগি মাথা ঢেকে বাস্কেটবল খেলতে পারবেনা। কিন্তু প্রতিযোগিতায় অংশ নেয়া কাতার মহিলা দলের অধিকাংশই হিজাব ব্যবহার করেন। ফলে মঙ্গলবার ইনচনে বাস্কেটবলের কোয়ালিফাইং রাউন্ডে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচে অংশগ্রহন করতে গিয়ে বিপত্তিতে পড়ে যায় কাতারের মহিলা দল। আর তাই তারা আর মূল পর্বে অংশ নিতে পারলো না।

কাতার মহিলা স্পোর্টস কমিটির প্রধান আহলাম আল মানা বলেন, ‘এফআইবিএ আমাদের মেয়েদের হিজাব পড়ে খেলার অনুমতি দেয়নি। ফলে টুর্নামেন্ট থেকে আমাদের দলটিকে প্রত্যাহার করতে হয়েছে।’

আহলাম মানা বলেন, ‘আগে থেকেই কাতার জানতো এই নিষেধাজ্ঞার কথা। কিন্তু তাদের ধারণা ছিল গেমসের স্পিরিটকে ধারন করার জন্য এফআইবিএ হয়তো ওই নিয়মে শিথিলতা আনবে। ’

তিনি আরো বলেন, ‘এই নিষেধাজ্ঞার কারনে অন্য দেশের হিজাব পরিহিত মহিলা ক্রীড়াবিদরাও আর এই গেমেসে অংশ নিতে আসবে না।’

(ওএস/পি/সেপ্টেম্বর ২৫, ২০১৪)