এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বগুড়া কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন শেষে উদ্বোধন করা হয়। 

আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে সিসি ক্যামেরা স্থাপন শেষে উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী।

জানা যায়, কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরূম সহ সম্পূর্ণ বিদ্যালয় নিজ অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: জেসমিন নাহার সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, লিও ক্লাব অব বগুড়া তন্ময় (জেলা ৩১৫ এ২, বাংলাদেশ) এর সহ-সভাপতি লিও সাব্বির আহমেদ সেতু।

উদ্বোধনী অনুষ্ঠানে কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ সারাবিশ্বে রোল মডেল। তারই ধারাবাহিকতায় কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম সহ সমগ্র বিদ্যালয়ের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসি (ক্লোস সার্কিট) ক্যামেরা স্থাপন করা হলো। বিদ্যালয়ের সীমাবদ্ধতা দূরীকরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার প্রমাণ নিজ অর্থায়নে নতুন পাকা ভবন স্থাপন সহ বিদ্যালয় সংস্কার করেছি। বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে কোন কমতি রাখিনি। শিক্ষকবৃন্দের অফিস রূমের সংস্কার ও আধুনিকায়ন সম্পন্ন করেছি। কাটনার সেন্ট্রাল বিদ্যালয় অতীত অপেক্ষা অনেক বেশি আধুনিক। আগামীতেও আরো উন্নয়নমূলক কাজ চলমান থাকবে। শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চলমান থাকবে।

(এটিআর/এসপি/মার্চ ৩০, ২০২২)