মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার পৌর শহরে ২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে ১ ও ২নং ওয়ার্ডের বয়স্ক ও বিধবাদের মধ্যে এই ভাতা কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। এ সময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

জানা যায়, ১ ও ২নং ওয়ার্ডে প্রায় ৫শ বয়স্ক ও বিধতাদের মাঝে ৬ মাসের ভাতা একত্রে ৩ হাজার টাকা করে বিতরণ করা হচ্ছে। দেশের বয়োজেষ্ঠ্য দুস্থ ও স্বল্পো উপার্জনক্ষম অক্ষম বয়স্ক জনগোষ্ঠি প্রায় ৫৭ লাখ মানুষ এর আওতায় রয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মধ্যে প্রায় ২৪ লাখ ৭৫ হাজার ভাতাভোগী রয়েছে।

ভৈরব পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বয়স্ক ও বিধবাদের ভাতার কার্যক্রমটি সুন্দর ও শৃঙ্খলভাবে বিতরণ করা হচ্ছে। প্রত্যেক মানুষ তার স্বহস্তে এই ভাতা গ্রহণ করছে।

(এম/এসপি/মার্চ ৩০, ২০২২)