রিপন মারমা, রাঙামাটি : মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রাগৈতিহাসিক তীর্থস্থান রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন সীতাঘাট শ্রী শ্রী মাতা সীতাদেবী মন্দিরে বুধবার (৩০ মার্চ) মহা বারুণী স্নান উপলক্ষে অষ্টম প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও সীতা মেলা দিনব্যাপী জমকালো  অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আগত সনাতনি সম্প্রদায়ের ভক্তরা ঐতিহাসিক কর্ণফুলি নদীতে স্নান, সীতা মন্দির, শম্ভুনাথ মন্দির, কালি মন্দিরে পুজা দেওয়া এবং মহাপ্রসাদ গ্রহনের মাধ্যমে মা সীতা দেবীর কাছে তাদের মনের বাসনা ব্যক্ত করেছেন। এতে অনুষ্ঠানে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে।

ঝুলন দত্তে'র সঞ্চালনা,রতন দাশ সভাপতিত্বে'র আশীষ কুমার দাশ স্বাগত বক্তব্যে'র মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালুকদার, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উমেচিং মারমা,উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশ্লিমং মারমা, অনুষ্ঠান শেষের প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, অংসুইপ্রু চৌধুরী শীতাদেবী মন্দির কমিটি সভাপতি সাধারণ সম্পাদকের নিকট নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

সেসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, কর্ণফুলি পেপা মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কেপিএম এর প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল কান্তি দে, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুর্বণ ভট্টাচার্য, কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক ( টিআই) বিপুল কান্তি পাল, কাপ্তাই উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক সুভাষ দাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু প্রমুখ।

(আরএম/এসপি/মার্চ ৩০, ২০২২)