পাথরঘাটা প্রতিনিধি : চলতি বছরের মার্চ মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সন্মেল কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মাসিক সভায় বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির , উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন,পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল বাসার , পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার , উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন,জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী,স্যানিটারী ইন্সপেক্টর পরেশ চন্দ্র হাওলাদার, চরদুয়ানী ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান জুয়েল, কলেজ শিক্ষক মো.আহসান হাবিব এবং পল্লীবিদ্যুৎ এর জিএম সহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসি আবুল বাশার তার তথ্য উপস্থাপন করেন।

এছাড়াও মাদকের ক্রমবিস্তার রোধে নির্দিষ্ট পয়েন্টে অভিযান পরিচালনা করার দাবি জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার। চরদুয়ানী ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান জুয়েল বলেন, স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করে আসছে এলাকার কিছু সংখ্যক মাদকসেবী বখাটের দল। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি।

চেয়ারম্যান জুয়েলের জবাবে ইউএনও হোসাইন মোহাম্মদ মুজাহিদ বলেন, এমন ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই নিতে হবে। তবে আপনারা সহযোগিতা করবেন আমাকে। সম্ভব হলে তাৎক্ষণিক খবর দিবেন। মোবাইল কোর্টের মাধ্যমে দন্ভ দিয়ে শ্রীঘরে পাঠিয়ে দেব।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির কাঠালতলী ইউনিয়নের পরীঘাটা এলাকার আকাশ নীলা ইকো ট্যুরিজম নিয়ে বিভিন্ন সমস্যা সম্ভাবনার উপরে বক্তব্য পেশ করেন এবং পরিঘাটার ইকো ট্যুরিজম নিয়ে প্রেসক্লাব সম্পাদকের বক্তব্যের জবাব দেন।

(এটি/এসপি/মার্চ ৩১, ২০২২)