এম এ হীরা, গোয়ালন্দ : গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশ থানা এলাকায় অভিযান করে চোরাই মোটর সাইকেলসহ রাকিব শেখ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রাকিব শেখ এর শেখ এর পিতা পিতা-মৃত শাহাদাত শেখ, গ্রাম -কদমতলা। এছাড়া আটক করা হয় জিআর নং-২০৯/১৫ এর সাজাপ্রাপ্ত আসামী সবজাল মুসল্লি (৩১), পিতা-সেকেন মুসল্লি, গ্রাম -নালু মন্ডলের গ্রাম, জিআর নং-২৫৮/২১ এর পরোয়ানা ভুক্ত আসামী মো. ইমন শেখ (২১), পিতা-মো. হাসান শেখ, গ্রাম - বাহির চর দৌলতদিয়া (শাহাদাৎ মেম্বার পাড়া), ছিনতাইকারী রাজ্জাক ওরফে ঘোড়া রাজ্জাক (২৮), পিতা-বাদল, সাং- দৌলতদিয়া (ইদ্রিস পাড়া), সর্ব থানা-গোয়ালন্দঘাট জেলা রাজবাড়ী।

এই সংক্রান্ত ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাইকারী রাজ্জাকের বিরুদ্ধে পূর্বের ০৫ টি মামলা ও একটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

(এমএএইচ/এএস/মার্চ ৩১, ২০২২)