কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সাংবাদিক ফারুক আহমেদ পিনুর যে হামলা হয়েছে সেজন্য আমরা দুঃখিত। কারণ আওয়ামী লীগ সব সময় মনে করে সাংবাদিক  এবং রাজনীতিবিদরা একে অপরের পরিপূরক। একজন সাংবাদিক কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হোক এটা আমরা চাই না।

তিনি বলেন, এ ঘটনার পরেই প্রশাসনকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছিলাম ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত এনটিভির স্টাফ রির্পোটার ফারুক আহমেদ পিনুকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আজিজুন নাহার এসময় উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার সকালে ফারুক আহমেদ পিুনকে হাসপাতালে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী দেখতে গিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং আসামিদের গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পিনুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের ডাকা সব কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

(কেএইচ/এসসি/সেপ্টেম্বর২৬,২০১৪)