রিপন মারমা, রাঙামাটি : শিক্ষার মান উন্নয়ন প্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্তরিক হয়ে কাজ করবে। শিক্ষার্থীরা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি। তাই সকলে মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় দিকে রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজেস ভট্টাচার্য এর সঞ্চালনায়, প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে'র,জয়সীম বড়ুয়ার স্বাগত বক্তব্য মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,বক্তব্যে'র মাধ্যমে তিনি এসব কথা বলেন।

সেসময় আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান,১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন,স্কুল পরিচালনা কমিটির সদস্য , খোরশেদুল আলম কাদেরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মোধন না করায়, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইব্রাহিম খলিল আক্ষেপ করে জ্বালাময় বক্তব্য মধ্য দিয়ে প্রতিবাদ জানান, এসময় গণমাধ্যম কর্মীসহ শ'শ' শিক্ষার্থী ও অভিভাবক গণ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/এপ্রিল ০১, ২০২২)