এম এ হীরা, গোয়ালন্দ : প্রতিবন্ধিদের ভাতা বৃদ্ধি, সরকারি, বেসরকারি ও স্বকর্ম সংস্থান নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন করেছে থ্রি স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এ সময় মানববন্ধনে প্রায় তিন শতাধিক প্রতিবন্ধি জনগোষ্ঠী উপস্থিত ছিল।

আজ শনিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলার জামতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন থ্রি স্টার প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শহিদ শেখ, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ শেখ ও অন্যান্য প্রতিবন্ধি নেতারা।

শহীদ শেখ বলেন, আমরা এখন সরকারি ভাবে ৭৫০ টাকা ভাতা পাই। এই ভাতা নিম্নতর ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধিদের মৌলিক চাহিদা ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে। সুবর্ণ নাগরিক অধিকার বাস্তবায়ন করতে হবে। কোটা ১০ শতাংশ নিশ্চিত করতে হবে।

আশরাফ শেখ বলেন, দ্রব্যমূল্যর উদ্ধগতিতে আমাদের জীবন চালানো দায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের দাবিগুলো মেনে নেয়া হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক আলিম মিয়া, কোষাদক্ষ্য বাচ্চু শেখ, সাংগঠনিক সম্পাদক মজিদ মোল্লা প্রমূখ।

(এইচ/এসপি/এপ্রিল ০২, ২০২২)