মিলাদ হোসেন অপু, ভৈরব : পবিত্র মাহে রমজান উপলক্ষে ভৈরবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৩ এপ্রিল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় দোকানের মালিক উজ্জল কবিরকে ২ হাজার, অলিউল্লাহকে ২ হাজার, কবির মিয়াকে ৩ হাজার, ইকবাল আহমেদকে ২ হাজার, সুজন মিয়াকে ৩ হাজার ও অবৈধ ভাবে পলিথিন বিক্রি করায় মাহবুব রহমান’কে ৫০ হাজার টাকাসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কতিপয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভৈরব বাজার মনিটরিং করা হয়েছে। এই সময় বিভিন্ন অসঙ্গতির কারণে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যেসব ব্যবসায়ী অসাধু উপায়ে অতিরিক্ত মূল্যে দ্রব্যপণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রাস্তার উপর দোকানের বিভিন্ন মালামাল রেখে রাস্তা দখল উচ্ছেদসহ ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।

(এমএইচএ/এএস/এপ্রিল ০৩, ২০২২)