কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ পৌর এলাকার বত্রিশ এলাকায় পাঁচটি মন্ডপে দূর্গা প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত পরিচয়ধারী দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে কোন এক সময় উক্ত এলাকার নতুন পল্লী সংঘ, অনির্বান সংঘ, বকুলতলা সংঘ, হীরা লাল পাল ও গোপাল রায়ের বাড়িতে অবস্থিত মন্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা সংঘটিত হয়। প্রতিমা ভাংচুরের খবর পেয়ে সকালে পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, যত দ্রুত সম্ভব দুস্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায় বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং কিশোরগঞ্জে এ ধরণের ঘটনা এটাই প্রথম। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি। এর ফলে এখানকার সনাতন ধর্মাবলম্বীরা আতংকিত হয়ে পড়েছেন। এদিকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ট্রাষ্ট, কিশোরগঞ্জ শাখার সভাপতি গোপাল নন্দী প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন।

(পিকেএস/পি/সেপ্টেম্বর ২৬, ২০১৪)