ওহিদুজ্জামান কাজল, মাদারীপুর : পারিবারিক কলহের জের ধরে স্বামী রাজ্জাক তালুকদার (৪০) তার স্ত্রী আয়েশা আক্তার (৩০)কে ধারালো অস্ত্র দ্বারা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর স্ত্রী আয়েশার লাশ হাসপাতালে রেখে ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে। ঘটনার ১১ ঘন্টার মধ্যে ঘাতক স্বামীকে করেছে পুলিশ।

পুুলিশ ও এলাকাবাসী জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের খালেক তালুকদারের ছেলে অটোচালক রাজ্জাক তালুকদার ও তার ২য় স্ত্রী আয়েশা আক্তারের (৩০) সাথে পারিবারিক কলহ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে স্বামী রাজ্জাক তালুকদারের সাথে স্ত্রী আয়েশার মোবাইলে কথা বলা ও পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রাজ্জাক তালুকদার ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আয়েশার পেটে ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। ঘরে চেচাঁমেচির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আয়েশাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেয়ার কথা বললে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা আয়েশাকে ইজিবাইকে করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরী বিভাগে আয়েশাকে রেখে স্বামী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল থেকে নিহতের লাশ থানা হেফাজতে নিয়ে যায়। নিহত আয়েশা বরিশালের আবদুল মান্নানের মেয়ে। আয়েশার শাওন নামের একটি ছেলে ও সিনথিয়া নামের একটি মেয়ে রয়েছে।

পার্শ্ববর্তী স্বজন গোলেনুর বেগম বলেন, ‘ওই বাড়ির চিল্লাচিল্লি শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি ঘরে ওর স্বামী, মা, বাবা সবাই। আয়েশা কাত হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি সবাই মিলে ধরে হাসপাতালে আনতেই পিছন থেকে ওরা পালিয়ে যায়।’

স্থানীয় রাসেল ফকির বলেন, ‘আয়েশা রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী। প্রায়ই ওদের মধ্যে ঝগড়া হতো। ওই বৌ অনেকদিন বাপের বাড়িও ছিল।’

শিবচর উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার পেটে ও নাকের উপরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। অধিক রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।’

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আনিসুর রহমান বলেন, ‘হত্যাকান্ডের পর ঘাতক স্বামী তার স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ঘাতক রাজ্জাক তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।’

(ওকে/এসপি/এপ্রিল ০৫, ২০২২)