স্টাফ রিপোর্টার : গ্রামীণ ব্যাংকে পরিচালক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয় বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ড. ইউনূস নিজেই পরিচালক নির্বাচন করেন। কিন্তু তা কিভাবে সম্ভব। এই প্রক্রিয়াকে অসম্ভব প্রক্রিয়া বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে শনিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তেনি। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল সরকার। কিন্তু ড. ইউনূস আদালতে যাওয়ায় তা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমরা এই নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছি। বাংলাদেশ ব্যাংক এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। রাজনীতিকরণ প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক পরিচালক নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব পালন করলে কেনো তা অস্বচ্ছ হবে? বরং বর্তমান ব্যবস্থাতেই অস্বচ্ছতা রয়েছে।

(ওএস/এটি/এপ্রিল ২৬, ২০১৪)