দিলীপ চন্দ, ফরিদপুর : নীল পূজা বা শিবচতুর্দশী উপলক্ষে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে চলছে প্রচারণা। এরই অংশ হিসেবে শহরের লক্ষ্মীপুর, গোয়ালচামট, রথখোলা সহ বিভিন্ন স্থানে ভক্তবৃন্দের মাধ্যমে বিশেষ প্রার্থনা করা হচ্ছে।

ফরিদপুর শহরের লক্ষীপুরের কাঠের তৈরি শিব প্রতিমা নিয়ে প্রচারণায় নেমেছে স্থানীয় বাসিন্দারা। মহামারী করোনা থেকে বাঁচার উদ্দেশ্যে এবং শিব কে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা।

এ ব্যাপারে একজন জানান, পৃথিবীতে যাতে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখে এবং মানুষের মানুষের সদ্ভাব টিকে থাকে সেটাই তাদের প্রত্যাশা। আগামী পহেলা বৈশাখ চড়ক পূজার মাধ্যমে তাদের প্রার্থনা সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন।

এদিকে শিবচতুর্দশী উপলক্ষে এ কদিন শুধুমাত্র নিরামিষ ভোজন করা হবে । এরপর পূজা অনুষ্ঠিত হবে পরবর্তীতে বিশেষ প্রার্থনা, অঞ্জলি প্রদান এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

(ডিসি/এসপি/এপ্রিল ০৮, ২০২২)