বঙ্গবন্ধুর সমাধিতে ১২ অতিরিক্ত সচিবের শ্রদ্ধা
.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ১২ জন অতিরিক্ত সচিব।
শনিবার বেলা ১২ টায় অতিরিক্ত সচিববৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া- মোনাজাত করেন ।
এসময় সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত সচিব হামিদুর রহমান খান, রবীন্দ্র শ্রী বড়ুয়া, ড. মহাঃ বশিরুল আলম, অমল কৃষ্ণ মন্ডল, মল্লিক সাঈদ মাহবুব, এমডি আবদুস সালাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, রেজাউল করিম, আবদুর রহমান খান, হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(টিকেবি/এএস/এপ্রিল ০৯, ২০২২)