স্কুলছাত্রীকে ৪ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ
গোপালগঞ্জে অভিযুক্ত ৪ ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব
.jpg)
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ৪ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণকারী ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব । আজ রবিবার র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে গতকাল শনিবার (০৯ এপ্রিল) কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ঢাকার শাহাবাগ এলাকা থেকে ছাত্রী ধর্ষন মামরার ১নং আসামি গোপাল বাড়ৈকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে মাদারীপুর জেলার শিবচর হতে বরুন বালা ও গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অটল বাড়ৈ এবং প্লাবন বাড়ৈকে কোটালীপাড়ার একটি মাছের ঘের থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করেছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে র্যাববকে জানিয়েছে, গত ২৬শে মার্চ রাতে ওই স্কুল ছাত্রী নিজ বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রাম থেকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ী গ্রামের মন্দিরে নামকীর্ত্তন গান শোনে। গান শুনে সে পীরারবাড়ী গ্রামের মামা বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে গ্রেফতারকৃত আসামীরা শিক্ষার্থীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেলে তোলে। পরে অজ্ঞাত স্থানের একটি দোতলা ভবনে তুলে নিয়ে যায়। প্রথমে সেখানে তাকে নগ্ন করে ভিডিও করে। তারপর গ্রেফতারকৃত আসামীরা সবাই তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। তারা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দিয়ে সারারাত ওই শিক্ষার্থীকে পালাক্রমে নির্যাতন করে । পরের দিন ১ নং আসামি গোপালের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে উচ্চ স্পীকারে বক্স বাজিয়ে ৩ দিন ধরে সংঘবদ্ধভাবে আবারো তাকে ধর্ষন করে। ওই শিক্ষার্থী ৩০ মার্চ জানালা ভেঙ্গে পালিয়ে পাশের বাড়ি আশ্রয় নেয়।
এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৬এপ্রিল কোটালীপাড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন।পুলিশ মেয়েটিকে ৭ এপ্রিল গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে ।ওই দিন মেয়েটি গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার বিবরণ দেয়। ম্যাজিস্ট্রেট এটি লিপিবদ্ধ করেন। ওই দিন রাতে কোটালীপাড়া থানা পুলিশ ধর্ষণ মামলা রেকর্ড করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, র্যা ব আসামীদেরকে গ্রেফতার করেছে বলে শুনেছি। তারা আসামীদেরকে আমাদের কাছে বুঝে দেবে । আসামীদের আগামীকাল(১১ এপ্রিল) আদালতে পাঠানো হবে।
(টিকেবি/এসপি/এপ্রিল ১০, ২০২২)