মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী জেলায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানা গৃহহীনদের জন্য একটি বাড়ি এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

আজ রবিবার (১০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজবাড়ী থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।

জেলার পাংশা মডেল থানা থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, পাংশা সার্কেল সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ।

জেলার বালিয়াকান্দি থানা থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুজ্জামান সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী।

জেলার কালুখালি থানা থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালুখালি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হাসান সহ স্থানীয় আওয়ামীলীগ ও সুশীল সমাজ। জেলার গোয়ালন্দ থানা থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার সহ উপকার ভোগী ও সুশীল সমাজ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, মুজিববর্ষে দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না। এই লক্ষ পূরণে সরকার ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি থানায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প পুলিশ গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় দেশের ৫১৯টি থানায় ৫২০টি বাড়ি নির্মাণ করা হয়েছে।

(এমজি/এসপি/এপ্রিল ১০, ২০২২)