সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে উফশী আউশ এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে মেশিন বিতরণ করা হয়েছে।

১১ এপ্রিল সোমবার দুপুরে কুলিয়ারচর উপজেলা চত্বরে উপজেলার মোট-১১শ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ২৪ জন কৃষকের মধ্যে ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন, আটটি পাওয়া থ্রেসার, ছয়টি পটেটো ডিগার মেশিন ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুলিয়ারচর এর আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা প্রান্তিক কৃষকবৃন্দ।

(এসএস/এএস/এপ্রিল ১১, ২০২২)