দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি মাইক্রোবাস হস্তান্তর করেছে চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের কাছে গাড়িটির চাবি হস্তান্তর করেন ফরিদপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।  

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, পৌরমেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, আওয়ামী লীগ নেতা খলিফা কামালউদ্দিন আহমেদ, কোতয়ালী থানার ওসি এম এ জলিল, চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আলী আশরাফ পিয়ার, মো. সিদ্দিকুর রহমান, ফরিদপুর বাজার বণিক সমিতির সভাপতি মাসুদ হোসেনসহ চেম্বার অব কমার্স ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান নতুন মাইক্রোবাসটির চাবি কোতয়ালী থানা পুলিশের কাছে তুলে দেন।

(ডিসি/এসপি/এপ্রিল ১১, ২০২২)