দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার (১২এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধা ছরোয়ার মোল্লা (৮১) এবং তার পুত্র মনির মোল্লা (৪৩) এর উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ট্রাম সেন্টারে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ছরোয়ার মোল্লা (৮১) ও মনির মোল্লা (৪৩) মোটর সাইকেলে করে ভাঙ্গা যাওয়ার সময় তাদের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকেই উৎপেতে থাকা লায়ন মাতুব্বর (৪৫), হাসান মাতুব্বর (২৮), হেমায়েত মাতুব্বর (২৫) এর নেতৃত্ব ৩০ থেকে ৩৫জন লোকজন দেশীও অস্ত্র (রামদা, কাতরা,ডাল, লাঠি) দিয়ে অতর্কিত হামলা চালায়। এই সময়ে বীর মুক্তিযোদ্ধা ও তার পুত্র গুরুতর যখম হন।

(ডিসি/এসপি/এপ্রিল ১২, ২০২২)