দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ফেনসিডিল ইয়াবাসহ আসামী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সোমবার রাত আটটায় ‌ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন উত্তর শিবপুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল ও ৫০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী নামঃ কাজী এনায়েত হোসেন ওরফে এনি(৩৮),  সুজন খান(৩৯)  কে গ্রেফতার করা হয়।

জেলা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে মাদক চোরাচালান হ্রাস পাবে বলে সাধারণ মানুষ মনে করে।

(ডিসি/এসপি/এপ্রিল ১২, ২০২২)