তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ভূমি অফিসে দালালীর অপরাধে রবিন্দ্রনাথ রায় (৬৮) ও শীতল বালা (৫৬) নামে দুই দালালকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

আজ মঙ্গলবার উপজেলা ভূমি অফিসে বসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালাতে নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট আফিয়া শারমিন এ সাজা প্রদান করেন।

রবিন্দ্রনাথ রায় উপজেলার শুয়াগ্রামের মন্ডল রায়ের ছেলে এবং শীতল বালা উপজেলার ডহরপাড়া গ্রামের অনন্ত কুমার বালার ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন জানান, ওই দু’ দালাল দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালালী করে আসছিলো। এর মাধ্যমে প্রতারণা করে তারা টাকা আয় করে অসছিলো।

(টিকেবি/এসপি/এপ্রিল ১২, ২০২২)