এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ধান বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান (ওদুদ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সমাজসেবা বিষয়ক কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খাঁনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধান ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষকরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতেই সরকার কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে আসছে।

(একে/এসপি/এপ্রিল ১২, ২০২২)