স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাসের নামে অভিযোগ উঠেছে উপজেলার ট্রেন্ডার বানিজ্যের। তার নিদ্দেশে ছাড়া কারো কাছে শিডিউল বিক্রি করা হয় না। সেই সাথে জমা দিতে দেওয়া হয় না। এমন অভিযোগ তুলেছেন পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ।

তিনি বলেন, গত সোমবার সকালে পাংশা উপজেলা পরিষদে ২ কোটি টাকার ট্রেন্ডার জমা প্রদান চলছিলো। তাই পাংশা সহ রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে ঠিকাদারেরা আসে শিডিউল কিনতে । তখন জালাল বিশ্বাস তাতে বাধা প্রদান করলে আমি উন্মুক্ত করে দেই শিডিউল জমা প্রদানে। এতে করে জালাল বিশ্বাস আমার উপর ক্ষুব্ধ হয় এবং আমাকে হুমকি প্রদান করে। পরে জানতে পারি জালাল বিশ্বাস পাংশা মডেল থানায় আমার নামে চাদা বাজির অভিযোগ এনে লিখত অভিযোগ দায়ে করেছে।

(একে/এসপি/এপ্রিল ১২, ২০২২)