মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পূরবী ইসলাম (৪৫) এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা ও সদর শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন নিহতের পরিবারের সদস্য ও শিক্ষক নেতারা।

মানববন্ধনে নিহত শিক্ষকা পূরবী ইসলাম হত্যার প্রকৃত কারন অনুসন্ধান,সুষ্ঠ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান বক্তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মানিক, কালুখালী শাখার সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ও স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারন সম্পাদক ফেরদৌস খান টুটুল, নিহত শিক্ষিকার ভাই মেহেদী হাসান, রাসেল আহম্মেদ, বোন নুসরাত জাহান লিমা, নারগিস পারভীন, শিক্ষক নেত্রী শিক্ষিকা আঞ্জুমান আরা, শিক্ষিকা নাসরিন আক্তার প্রমূখ।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে শিক্ষিকা পূরবী ইসলামের মৃত দেহ উদ্বার করে পুলিশ। এ সময় নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন তার স্বামী ফরহাদ বিশ্বাস নির্মম নির্যাতন করে গলায় তার পেচিয়ে পূরবী কে হত্যা করেছে। এ ঘটনায় নিহত পূরবীর স্বামী ও কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ বিশ্বাস কে আটক করে পুলিশ। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়।

(এমজি/এসপি/এপ্রিল ১৩, ২০২২)