অমর ডি কস্তা, নাটোর : মঙ্গলবার রাত ১১টা তখন। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া মহিষভাঙ্গা মোড়ে একটি নীল রংয়ের প্লাস্টিক ড্রাম সঙ্গে নিয়ে ঢাকাগামী বাসের অপেক্ষায় এক যুবক। সাধারণ পোশাক পরিহিত পুলিশ সদস্য বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল বারেক জানতে চাইলো, ‘ড্রামে কি আছে’। উত্তরে যুবকটি বললো, ‘গরুর দুধ রয়েছে, ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করতে’। কিন্তু গোপন সংবাদে আগে থেকেই জানা পুলিশ সদস্যরা ৫০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ড্রামটি খুলে দেখে তাতে দুধে পরিপূর্ণ। পরে দুধে হাত চুবিয়ে একে একে বের করে আনলো ১৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল। পরে পুলিশ ফেনসিডিল গুলো জব্দ করে ও ওই যুবককে আটক করে। আটককৃত ওই যুবকের নাম জয় আলী ওরফে বাদশা (২৫)। সে রাজশাহীর চারঘাটের বাকড়া বাজার এলাকার ফজলুল হকের ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল বারেক, এএসআই মো. আসাদুজ্জামান ও সজীব কুমার রায় সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। আটককৃত বাদশা নাটোরের লালপুরের গোপালপুর এলাকা থেকে ফেনসিডিলগুলো অভিনব কায়দায় ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় তাকে আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

(এডিকে/এসপি/এপ্রিল ১৩, ২০২২)