মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মছদ্দর মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মছদ্দর মিয়া ওই গ্রামের হামিদ মিয়ার ছেলে ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, কাউয়ারগলা গ্রামের জলিল মিয়ার বাড়ির বারান্দায় টিনের চাল লাগানোর কাজ করছিলেন মছদ্দর মিয়া। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তার শরীরের একাংশ ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় ফরিদ মিয়া (৬০) ও উত্তম আলী (৪০) নামের দুজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

সরকারের পক্ষ থেকে নিহত কাঠমিস্ত্রির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০২২)